সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের লঞ্চ চলাচল শুরু

পিবিএ, ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল ফের শুরু হয়েছে।

এর আগে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া স্বাভাবিক হলে হয়ে আবারও ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, ঝোড়ো বাতাস কমে যাওয়ায় পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ২৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে সকালে ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস শুরু হওয়ায় রবিবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে কোনো লঞ্চকে ঘাট ছাড়ার অনুমতি দেয়া হয়নি। সাড়ে ১০টার পর দুটো লঞ্চ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেগুলো আর যায়নি।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর ঢাকা নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এই সংকেতে সাধারণত ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু ঝড়ো হাওয়ার কারণে বাড়তি সতর্কতা হিসেবে সব ধরনের লঞ্চ চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আবার চলাচল শুরু হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...