ঝড় হোক আর বৃষ্টি যে কোন প্রাকৃতিক দূর্যোগের সাথে পাল্লা দিয়ে সকল প্রতিকূল অবস্থাতেও জীবিকা নির্বাহ করে থাকে চরাঞ্চলের মানুষ। আর এই প্রখর রোধে গৃহপালিত পশুর জন্য যমুনা থেকে কাইশা নিয়ে বাড়ি ফিরছে এক বালক। ছবিটি টাঙ্গাইলের যমুনা চরাঞ্চল থেকে তোলা। শুক্রবার, ২৪ মে। ছবি : পিবিএ/ মাছুদ রানা।