পিবিএ, টঙ্গী: টঙ্গীর বউবাজার এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বিপুল পরিমান ইয়াবা টেবলেটসহ শীর্ষ মাদক কারবারী সুমন (৩২) কে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বউ বাজার এলাকায় টঙ্গী থানা পুলিশের উপ সহকারি পুলিশ পরিদর্শক জাহাঙ্গ ীর আলম উল্লেখিত এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা মাদকের পাইকার সুমনকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে ১ হাজার ইয়াবা টেবলেট খুজে পায়। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।
পিবিএ/মৃণাল চৌধুরী সৈকত/পিবিএ