টঙ্গীতে এমএলএম কোম্পানির ৩২ প্রতারক গ্রেফতার

পিবিএ,টঙ্গী: গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় র‌্যাব-১১ টিম বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে ভুয়া এমএলএম কোম্পানীর প্রতারক চক্রের মূল হোতা আলতাবুর রহমানসহ ৩১ সদস্যকে গ্রেফতার করা হয়।এ সময় ৭৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ মালামাল।

র‌্যাব-১১-এর এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, মো.কাউসার নামে এক ভূক্তভোগি যুবকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও জব্দকৃত নথিপত্র পর্যালোচনা করে উক্ত ভুয়া এমএলএম কোম্পানি মাসিক ১৫ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি প্রদান করে ৩টি ভিন্ন প্যাকেজে চাকরী প্রত্যাশীদের কাছ থেকে যথাক্রমে ৩০ হাজার , ৪০ হাজার ও ৫৫ হাজার টাকা গ্রহন করে।
পরবর্তী সময়ে প্রশিক্ষণের নামে কয়েক সপ্তাহ কালক্ষেপণ করে প্রত্যেককে নতুন ২ জন সদস্য সংগ্রহের শর্ত প্রদান করে। নতুন সদস্য সংগ্রহ করে দিলে সংগৃহীত টাকার সামান্য কমিশন প্রদান করে। নতুন সদস্য দিতে না পারলে কৌশলের ভয়ভীতি প্রদর্শন করে খালি ষ্ট্যাম্প ও আপসনামায় জোর পূর্বক স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেয়। প্রতিবাদ করলে ভাড়াটে লোকদের দ্বারা আটকে রেখে শারীরিক নির্যাতনও করে থাকে।

পরে উদ্ধারকৃত ৭৩ জন ভূক্তভোগিকে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য র‌্যাব ১১ সকলকে নগদ পাঁচশত টাকা করে প্রদান করে।

পিবিএ/সৈকত/হক

আরও পড়ুন...