টঙ্গীতে সিটি কর্পোরেশন কর্মচারীকে পিটিয়ে আহত

পিবিএ, টঙ্গী(গাজীপুর) : গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী ৪৬নং ওয়ার্ড এর অফিস সহকারী রাজনকে পিটিয়ে আহত করা ঘটনায় মশিউজ্জামান বাবুল ও মৃদুল হাসানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সিটির পক্ষ থেকে জনসাধারনকে সচেতনতার জন্য সতর্কীকরন বার্তা মাইকে প্রচার করে। এসময় মৃদুলসহ চার পাঁচজন একত্রে অসচেতন অবস্থায় আড্ডা দিলে রাজন তাদের সতর্ক করেন। এতে মৃদুল উত্তেজিত হয়ে হয়ে রাজনের উপর চওড়া হয়। একপর্যায় মৃদুল ও তার লোকজন রাজনকে রডদিয়ে পিটিয়ে আহত করে এবং মাইক ভেঙ্গে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যোগাযোগ করা হলে কাউন্সিলর নূরুল ইসলাম নূরু ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

পিবিএ/ নাঈমুল হাসান/মোআ

আরও পড়ুন...