পিবিএ,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ): টঙ্গীবাড়ীতে বেইলী ব্রীজ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার সংলগ্ন খালের উপর নির্মিত ব্রীজটি উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদাল, যশলং ইউপি চেয়ারম্যান আলমাছ চোকদার প্রমুখ। গত ২ জুন সকাল ৮টায় কাঠের গুঁড়িভর্তি ট্রাকসহ ধসে পড়ে বেইলী ব্রীজটি।
পিবিএ/মোঃ নাজমুল ইসলাম পিন্টু/এসডি