করোনা টেষ্ট জালিয়াতি (ফলোআপ)

টঙ্গী গণস্বাস্থ্যে এখনো চলছে করোনা সেবার নামে প্রতারণা, প্রশাসন নিরব


মোহাম্মদ আলম : গণস্বাস্থ্য হাসপাতাল টঙ্গী শাখায় এখনো বহাল তবিয়তে চলছে করোনা সেবার নামে প্রতারণা।
আজও ১৫ জুলাই পর্যন্ত সেখানে করোনা রোগী ভর্তি রয়েছেন।

অনুমোদন ছাড়া করোনা রোগির র‌্যাপিড টেষ্ট ও করোনা হাসপাতাল চালালেও গাজীপুর সিভিল সার্জনের কার্যালয় অজ্ঞাত কারনে নিরব ভুমিকা পালন করেছে বলে অভিযোগ।

জানা গেছে, শাহজাহান ও আজিমুন দম্পতি দুইজন করোনা রোগী এখনো টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। অথচ সরকারিভাবে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে তাদের কোন অনুমোদন নেই।

আরও পড়ুন :প্রতারক সাহেদ এখন ঢাকায় র‌্যাব হেফাজতে

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন জেনেও না দেখার ভান করছে। গাজীপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় এ বিষয়ে শুধুমাত্র বন্ধের নির্দেশ দিয়ে দায় সেরেছে। তাদের বিরুদ্ধে কোন রকম প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি।

গত মার্চ মাস থেকেই টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতাল র‌্যাপিড পদ্ধতীতে করোনা টেষ্ট। টেষ্টের নামে প্রতারণার মাধ্যমে মানুষের পকেট থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এতে নেতৃত্ব দিয়েছে টঙ্গী পূর্ব থানা কৃষক লীগের সা. সম্পাদক মোঃ সেলিম খান।

আরও পড়ুন:রিজেন্টকেও হার মানাবে টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের ভয়ংকর প্রতারণা

জানতে চাওয়া হলে গণস্বাস্থ্য টঙ্গী শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম মুঠোফােনে করোনা রোগী ভর্তি থাকার বিষয়টি নিশ্চিত করে পিবিএ-কে বলেন, রোগী আসছে না তাই টেষ্ট হয়নি।

এ ব্যপারে গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামানের মুঠোফোনে কল দিয়ে ও লিখিত বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

পিবিএ/প্রতিবেদন তৈরীতে সহযোগীতা করেছেন আমাদের টঙ্গী সংবাদদাতা মাহবুব জিলানী/এমএ

আরও পড়ুন...