টঙ্গী প্রেসক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে ২০২১) সকাল ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্ঠার আগুন নিয়ন্ত্রেণে আনে।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার বিষয়টি নিশ্চত করেছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী প্রেসক্লাবের উপর দিকে ডেসকোর বিদ্যুতের লাইন ছিলো । সেই বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
ঘটনার পর পরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করে তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে আমাদের বেশ বেগ পোহাতে হয়। পরে ডেসকোর থেকে লোক এসে বিদ্যুত সরবরাহের লাইন বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, এ অগ্নিকান্ডের ফলে প্রেসক্লাবের দুটি এসি, কম্পিউটার সরঞ্জামিসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।