পিবিএ,গাজীপুর: টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার(১৮এপ্রিল) দিনভর ‘টঙ্গী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯’ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে বিকাল ৫টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক প্রধান নির্বাচন কমিশনার।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে এম. এ হায়দার সরকার (দৈনিক মানব জমিন), সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল (দৈনিক প্রাইম), জয়ী হন।
নির্বাচিত অন্যদের মধ্যে সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সাধারণ সম্পাদক এম আর নাসির (দৈনিক ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম (দৈনিক নওরোজ), কোষাধ্যক্ষ হাসান মামুন (দৈনিক আজকের জনতা), দপ্তর, প্রচার ও সাংস্কৃতিক মাকসুদ আহ্মাদ রবিন (দৈনিক সোনালী বার্তা), কার্যনির্বাহী সদস্য মাসুদ সরকার (চ্যানেল ফোর) ও এস এম মিন্টু হোসেন (দৈনিক সকালের খবর) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৯টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট চলাকালে গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন পিপিএম বিপিএম বার, গাজীপুরের নির্বাহী মেজিষ্ট্রেট এম সাজ্জাদুল হাসান, উপ-পুলিশ কমিশনার আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক, টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পিবিএ/জেআই