বাংলাদেশে-পাকিস্তান সিরিজ

টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

পিবিএ ডেস্ক: প্রথম ম্যাচে হারের পর জয়ের লক্ষ্য নিয়েই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নামল বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।

ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। তাতে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে আগে বোলিং করবে বাবর আজমের পাকিস্তান। দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিত হবে এটি। প্রথম ধাপে এদিন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।

একই ভেন্যুতে ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ:

আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
পিবিএ/এএম

আরও পড়ুন...