টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

পিবিএ ডেস্কঃ গ্রুপের তৃতীয় দল হিসেবে ইংল্যান্ড ও চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত নিউজিল্যান্ডের। কিন্তু প্রথম এবং দ্বিতীয় হিসেবে গ্রুপে শেষ করবে কে, তার জন্য অপেক্ষা আজ শনিবারের দু’টি ম্যাচের উপর। গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে তৃতীয় এবং প্রথম স্থানাধিকারীর সঙ্গে চতুর্থ স্থানাধিকারী অংশগ্রহণ করবে সেমিফাইনালের লড়াইয়ে।
শনিবার (৬ জুলাই) লর্ডসে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল ভারতের মুখোমুখি হবে লঙ্কানরা। নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচটিকে নিজেদের সম্মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছেন লঙ্কানরা। কেননা শেষটা ভাল করেই ফিরতে চান দেশে। একই সাথে ম্যাচ জিতে পয়েন্ট বাড়িয়ে এবারের আসরের শীর্ষ দল হতে চাইবে কোহলিরা। তাই ছাড় দেবেনা কেউই।

আসরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মাও চাইবেন লঙ্কানদের বিরুদ্ধেই এবারের বিশ্বকাপ আসরের ৫ম সেঞ্চুরিটি তুলে নিতে। তা করতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষেই শ্রীলঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারার এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলতে পারবেন তিনি।

ভারতের সঙ্গে শেষ আটবারের মোলাকাতে একটি মাত্র ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে সাত উইকেটে শ্রীলঙ্কা হারায় ভারতকে। সেই জয়ের দিকেই ইঙ্গিত লঙ্কানদের।

শ্রীলঙ্কার একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা (উইকেটরক্ষক), অভিশকা ফারনান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা ও থিসারা পেরেরা।

ভারতের একাদশ:

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ।

পিবিএ /ইকে

আরও পড়ুন...