পিবিএ,ঢাকা: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। মিরপুর শেরেবাংলা মাঠে ম্যাচে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে রয়েছেন পেসার ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফস্পিনার নাঈম হাসান। ব্যাট হাতে শুরুর ৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে ১ রান। বাংলাদেশের একাদশে রয়েছেন তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন ও লিটন কুমার দাস।
পিবিএ/এএম