পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং শুরু করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ৬ ওভার ২ বলে কোন উইকেট না হারিয়ে ২৯ রান করেছে। উদ্বোধনী জুটি তামিম ইকবাল এবং সৌম্য সরকার ব্যাট করছেন।
লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশ এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচের উইনিং কম্বিনেশন ঠিক রাখা হয়েছে।
ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
চলতি বিশ্বকাপে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড জয় দিয়েই মিশন শুরু করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের পাহাড় গড়ে ২১ রানে জয় পায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১৩৬ রানে অলআউট করে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায়।
আগের ম্যাচে দু’দলই জয় পেয়েছে। যে কারণে অপরিবর্তিত দল নিয়ে খেলছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। তাই এই দু’দলের জন্যই আজ এগিয়ে যাওয়ার লড়াই।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সাঁটনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
পিবিএ/এএইচ