পিবিএ ডেস্ক: চলতি বিশ্বকাপের ২৮তম ম্যাচে আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের রোজ বোল মাঠে।
ইএসপিনক্রিকইনফো জানিয়েছে, পিচ শক্ত ও ব্যাট করার উপযোগী মনে হওয়ায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আজকের ম্যাচে ভারতের একাদশে আছে একটি পরিবর্তন। অন্যদিকে আফগানিস্তানের একাদশে পরিবর্তন হয়েছে দুটি।
ভারত একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল
আফগানিস্তান একাদশ : গুলবাদিন নাইব (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আজগর আফগান, হাশমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, আফতাব আলম, ইকরাম আলি খিল ও মুজিব উর রহমান।
পিবিএ/এএইচ