টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস ভাগ্য গেছে অস্ট্রেলিয়ার পক্ষে। অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতেই নিউজিল্যান্ডকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
খেলাটা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ্বকাপে এ পর্যন্ত এ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে নয়টি ম্যাচ। সবকটি ম্যাচেই পরে ব্যাট করা দল হেসেছে শেষ হাসি। সেমিফাইনালের কথাই ধরুন? প্রথমটা দুবাইয়ে না হলেও দুই ম্যাচেরই ফল ছিল শেষে ব্যাট করে জয়। শেষ দিকে শিশিরের উপস্থিতি কিছুটা হলেও বাড়তি সুবিধা দেয় শেষে ব্যাট করা দলকে। সে ভাবনা থেকেই, দলগুলোকে টস জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেই দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া যেমন টস জিতে নিউজিল্যান্ডকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। টসটা তাই দারুণ গুরুত্বপূর্ণ হয়েই দাঁড়িয়েছে চলতি বিশ্বকাপে।
অজি অধিনায়ক ফিঞ্চের মতো নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও জানালেন, টস জিতলে ফিল্ডিংই নিতেন। কিন্তু যেটা হয়নি, সেটা নিয়ে খুব বেশি ভাবতেও নারাজ তিনি। মনোযোগ দিলেন নিজেদের কাজে। জানালেন, ‘শিশির আসবে কিনা, তা কে জানে! কিন্তু আমরা আমাদের হাতে যে কাজ আছে, তাতে মনোযোগ দিতে চাই, শুরুতে ব্যাট করতে হবে, লড়াইয়ের মতো একটা স্কোর করতে হবে।’
অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন নেই, অবধারিতভাবেই। ওদিকে নিউজিল্যান্ড দলেও অবধারিত একটা পরিবর্তন আছে। ডেভন কনওয়ে ছিটকে গেছেন। তার বদলে দলে ঢুকেছেন টিম সেইফার্ট।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড
নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি