পিবিএ ডেস্ক: ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার (১০জুন) ভগ্নদশা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস গেইলরা।
এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। চোটে জর্জরিত দলটি এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি। ডেল স্টেইন চোট নিয়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে, চোটে ভুগছেন লুঙ্গি এনগিডি, টালমাটাল ব্যাটিং লাইনআপ, তিন ম্যাচে তিন হার- দুঃস্বপ্নের এক বিশ্বকাপ পার করছে দক্ষিণ আফ্রিকা!
অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেও শেষ পর্যন্ত হারে ১৫ রানে। দুই ম্যাচেই আগুন ঝরিয়েছেন ক্যারিবীয় পেসাররা।
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটই ভাগ করে নেন শেলটন কটরেল, ওশান টমাস, জেসন হোল্ডার আর আন্দ্রে রাসেল। পরের ম্যাচেও সব উইকেট যায় পেসারদের ঝুলিতে। একমাত্র স্পিনার হিসেবে দলে থাকা অ্যাশলে নার্স পাকিস্তানের বিপক্ষে বলই হাতে পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাত ঘুরিয়েছেন পাঁচ ওভার।
দক্ষিণ আফ্রিকার সামনে তাই বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জ উতরে গিয়ে প্রোটিয়ারা হারের বৃত্ত ভাঙতে পারে কি না, দেখার এখন সেটিই। দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৬১ বার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪৪টি, ওয়েস্ট ইন্ডিজের জয় ১৫ ম্যাচে। একটি ম্যাচ হয়েছে টাই, অন্যটির ফল হয়নি।
বিশ্বকাপে দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছে ছয়বার। দক্ষিণ আফ্রিকার জয় ৪টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২টি। সবশেষ গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা।
পিবিএ/আরআই