টস জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

পিবিএ,ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে আছে ১৪তম স্থানে। আফগানিস্তান রয়েছে সাতে। র‌্যাংকিংয়ে দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজেরও উপরে আফগানরা।

এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। কিন্তু জিততে পারেনি একটিতেও। আজ তাদের লক্ষ্য থাকবে আফগানদের বিপক্ষে প্রথম জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার। অন্যদিকে ২০ ওভারের ফরম্যাটে টানা ১০ ম্যাচ অপরাজিত আফগানিস্তান। নিজেদের জয়ের ধারা ধরে রাখার দিকেই নজর থাকবে তাদের।

পিবিএ/ইকে

আরও পড়ুন...