টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পিবিএ ডেস্ক: বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে মঙ্গলবার (২৮মে) শেষবারের মত প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একই মাঠে গত রবিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে পরাজিত হয় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত।

গত কয়েকদিন পিচ ঢাকা থাকায় প্রথমে বোলাররা সুবিধা পেতে পারেন, এমন চিন্তা থেকেই ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার দলপতি। প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলিও জানান, টস জিতলে তিনিও বল বেছে নিতেন।

কাধের ইনজুরি থেকে কাটিয়ে উঠতে পারেননি ভারতের স্পিনার কেদার যাদব, তবে চোট কাটিয়ে বিজয় শংকর দলে ফিরেছেন বলে জানান কোহলি। বিশ্বকাপ দলে থাকা বাকি ১৪ খেলোয়াড় খেলবেন এই প্রস্তুতি ম্যাচে। বাংলাদেশও পুরো ১৫ জনের দল নিয়ে মাঠে নামছে শেষবারের মত নিজেদের শানিয়ে নিতে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...