টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু আটটায়

পিবিএ ডেস্ক: সন্ধ্যা সাতটায় আম্পায়াররা আসলেন মাঠ পর্যবেক্ষণে, জানাবেন কখন খেলা শুরু হবে। কিন্তু তখনই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আবারও আনা হলো কাভার, ডাকা হলো উইকেট। তবে আশার খবর সে কাভার সরে তো গেছেই নির্ধারিত হয়েছে খেলা শুরুর সময়ও।

পৌঁনে সাতটায় অনুষ্ঠিত হওয়া টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে রাত আটটায়। কমে এসেছে ম্যাচের ওভার সংখ্যাও। ২০ ওভারের পরিবর্তে খেলা হবে ১৮ ওভারে। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মাঠে নামার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায় কিন্তু বৃষ্টির কারণে আউট ফিল্ড ভেজা থাকায় তা সম্ভব হয়নি।

আরও পড়ুন...