পিবিএ স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তে এসে বেশ জমে উঠেছে বিশ্বকাপের এবারের আসর। রাউন্ড রবিন লিগ প্রায় শেষ দিকে পৌঁছলেও এখন পর্যন্ত কেবল অস্ট্রেলিয়াই নিশ্চিত করতে পেরেছে সেমিফাইনালের টিকিট। শেষ চার নিশ্চিত করার দৌড়ে আছে আরও প্রায় পাঁচ দল। এ দলগুলোর মধ্যে থেকে যেকোনো তিন দল কাটবে শেষ চারের টিকিট। বাকিরা ছিটকে যাবে বিশ্বকাপের এবারের আসর থেকে।
আজকের ভারত-ইংল্যান্ড ম্যাচেও নির্ধারণ হবে অনেক কিছু। এই যেমন ভারত জিতে গেলেই দ্বিতীয় দল হিসেবে তারা উঠে যাবে সেমিফাইনালে। তাতে অবশ্য কপাল পুড়বে ইংল্যান্ডের। টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে না পড়লেও তাদের শেষ চারের স্বপ্ন খাবে বড় ধাক্কা। অনেকটা ডু অর ডাই ম্যাচ খেলতে নামছে তারা। এদিকে এজবাস্টনে বারুদে ঠাসা ম্যাচ; এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ব্যাটিং উইকেটে বড় লক্ষ্য গড়ে ভারতকে ভড়কে দিতেই ইংলিশদের এ সিদ্ধান্ত।
পিবিএ/বাখ