এশিয়া কাপ 2023

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩ টায়।

অধিনায়ক সাকিব আল হাসান বলছেন উইকেট দেখে তার মনে হয়েছে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে প্রতিপক্ষকে বড় রানের চ্যালেঞ্জ দিতে চান তারা। টস হারলেও মন খারাপ নয় লংকান অধিনায়ক দাসুন শানাকার। আগে বোলিংই নিতে চেয়েছিলেন তিনি।

এশিয়া কাপের প্রথম ম্যাচে স্পিন শক্তির উপর নির্ভর করেছে বাংলাদেশ। একাদশে আছেন তিন স্পিনার ও তিন পেসার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে সেরা সমন্বয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ওপেনিংয়ের জন্য টাইগার একাদশে রয়েছেন নাঈম শেখ-তানজিদ হাসান তামিম। এ ম্যাচ দিয়েছি অভিষেক হয়েছে তামিমের। তিন নাম্বারে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহীদ হৃদয় এবং পাঁচে খেলবেন সাকিব আল হাসান।

ছয়ে দেখা যাবে মুশফিকুর রহিমকে। হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে ছয় নাম্বারে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। পাল্লেকেলেতে অফ স্পিনারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। সেজন্য সাতে খেলাবেন মেহেদী হাসান মিরাজ।

আট নম্বরের শেখ মেহেদি । এছাড়া এদিকে একাদশে রয়েছেন তিন পেসার হিসেবে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন...