টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড

পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এ ম্যাচে যে জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। সেই যাত্রায় চেস্টার লি স্ট্রিটে টসভাগ্যকে পাশে পেয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। এ ‘যুদ্ধে’ কিউই কাপ্তান কেন উইলিয়ামসনকে হারিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিতেও ভুল করেন মরগান। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন আইরিশ বংশোদ্ভূত ক্রিকেটার।

১১ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতলেই সেমির টিকিট পাবে তারা। অবশ্য হেরে গেলেও সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে তাদের নজর রাখতে হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। টাইগারদের জয় প্রত্যাশা করতে হবে কিউইদের। আর পাকিস্তান জিতে গেলে রান রেটের হিসাবে যেতে হবে তাদের। কারণ, তখন পাক ব্রিগেডেরও পয়েন্ট হবে ১১।

১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ইংল্যান্ড। জিতলে শেষ চারের ছাড়পত্র পাবে তারাও। তবে হেরে গেরে গেলে তাদের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নজর রাখতে হবে। মাশরাফি-সাকিবদের জয় চাইতে হবে ইংলিশদেরও। কারণ, সরফরাজরা জিতলেই সেকেন্ড ফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে যাবে ওদের।

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা। তবে একাধিক রদবদল এনেছে ব্ল্যাক-ক্যাপসরা। ইনজুরির কারণে লুকি ফার্গুসনের জায়গায় একাদশে ঢুকেছেন টিম সাউদি। আর ইশ সোধির স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাট হেনরি।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ।

নিউজিল্যান্ড : হেনরি নিকোলস, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

পিবিএ/বাখ

আরও পড়ুন...