দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতলে দ্বিতীয়টিতে হেরেছে বাংলাদেশ। তাই তৃতীয় এবং শেষ ওয়ানডটি হলো সিরিজ নির্ধারণী ম্যাচ। এই সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং গাজী টিভি।
বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে জেতার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়ের স্বাদ পেয়ে পরের ম্যাচে জোহানেসবার্গে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।
তবে দেশটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন এখনও জিইয়ে আছে বাংলাদেশের। সেই লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে তামিম ইকবালের দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস, তামিম ইকবাল(অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা(অধিনায়ক), আইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরিনি, ওয়েন পার্নেল, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।