পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দৈরত্ব। গ্রুপ পর্বের বড় ম্যাচ। এমন ম্যাচ লর্ডসে না হলে কোথায়! ম্যাচটা আরও বড় হয়ে উঠেছে পয়েন্ট টেবিলের জন্য। ছয় ম্যাচ খেলে চার জয়ে আট পয়েন্ট ইংল্যান্ডের। সমান ম্যাচে ১০ পয়েন্ট অস্ট্রেলিয়ার। জিতলে অজিদের সেমিফাইনাল নিশ্চিত। হারলে বিপাকে পড়ে যাবে অস্ট্রেলিয়াও। গুরুত্বপূর্ণ এমন ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে ইংল্যান্ড।
ম্যাচের আগেই ইংল্যান্ড ওপেনার জেসন রয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বলে জানানো হয়। ম্যাচের আগে অনুশীলন নেমে তিনি ভক্তদের আশা দেখালেও শেষ পর্যন্ত দলে নেই। জেমস ভিন্সি তাই এ ম্যাচেও ওপেন করবেন। দারুণ ফর্মে থাকা রয়কে ছাড়া খেলা তাই ইংল্যান্ডের জন্য কঠিন। অ্যালেক্স হেলসকে এখন তারা নিশ্চয় মিস করছে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সমীকরণের সামনে থাকলেও আত্মবিশ্বাসী বলে জানান ইংল্যান্ড অধিনায়ক মরগান। কারণ গত বছর মুখোমুখি দেখায় ৫-০ ব্যবধানে জয়ের সুখস্মৃতি আছে তাদের। তবে বিশ্ব মঞ্চে অজিরা বদলে যাওয়া এক দল। এছাড়া স্মিথ-ওর্য়ানারে তারা আবার সমৃদ্ধ। অ্যারন ফিঞ্চ তাই বলেন, টস হেরে ব্যাটিং পেলেও তারা চিন্তিত নয়।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেমন ভিন্সি, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, জেসন বেহরেনড্রফ, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, নাথান লায়ন।
পিবিএ/বাখ