টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ: স্কোর ২৪/১

 

পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মহারণে সেমি ফাইনালের স্বপ্নে এগিয়ে চলা টাইগারদের প্রতিপক্ষ এবার আফগানিস্তান। টুর্নামেন্টের ৩১তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি গুলবাদিন নাইব। এই ম্যাচে সাব্বির রহমানের জায়গায় মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেনের জায়গায় এসেছেন সাইফুদ্দিন।সোমবার (২৪ জুন) সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে নিজেদের সপ্তম ম্যাচে আফগানদের মুখোমুখি টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩ রান। লিটন দাস ১৬ রান তুলে ক্যাচ আউট হন। ক্রিজে আছেন তামিম

বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

উইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। আর এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে প্রশংসা মেলে বিশ্বজুড়ে। অন্যদিকে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১১ রানে হেরেছে আফগানরা।

দুই দলের অবস্থান:
আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে আফগানদের থেকে দুই ধাপ এগিয়ে অবস্থান করছে টাইগাররা। আইসিসির র‌্যাংকিংয়ে ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে বাংলাদেশ। আর আর ৬২ রেটিং পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে আফগানিস্তান।

পিবিএ/বাখ

আরও পড়ুন...