পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট খ্যাত মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে কৌশলগত অভিযান চালিয়ে টাংগুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণ কারীদের ৪ টি বড় চৌহন্দা জাল ও ২টি নৌকা আটক করা হয়। আটককৃত জাল ও নৌকার মূল্য আনুমানিক ২ লক্ষাধিক টাকার বেশী।
জানা যায়, বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত টাংগুয়ার হাওরের বালুয়ারডুবা, রুপাবুই,চটানিয়া বিলে সহ কয়েকটি বিলে কৌশলে অভিযান চালিয়ে টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউকিটিভ ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ্রের নেতৃত্বে কমিউনিটি গার্ড, ম্যাজিস্ট্রেট এর নৌকার মাঝি মনির ,পুলিশ,ও আনসারদের সহযোগিতায় এসব আটক করেন। আটককৃত জাল ও নৌকা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর হেফাজতে রয়েছে।
স্থানীয় একাধিক কমিউনিটির তথ্যমতে জানা যায়, বৃহস্পতিবার (৩১জানুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওর এলাকার রুপাবুই মাছের অভয়ারণ্যে সহ চটানি,বালুয়ারডুবা সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ৪টি চৌহন্দা জাল ও ২টি হাত চালিত নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকার বেশী।
স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধিগন জানান বর্তমান টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্র স্যার এর কৌশলগত অভিযানের কারনেই আজকের বিশাল একটি অভিযান সম্পন্ন হয়েছে,আজকের এই অভিযান প্রশংসনীয়,এই ভাবে প্রতিনিয়ত অভিযান চলমান থাকলে টাংগুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণকারীরা মাছ ধরার সুযোগ পাবে না।
পিবিএ/জেডআই