টাংগুয়ার হাওর পরিদর্শন করলেন সিলেট বিভাগীয় কমিশনার

পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী দেশের দ্বিতীয় রামসার সাইট টাংগুয়ার হাওর পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ফেব্রুয়ারী) বিকালে তাহিরপুর হতে টাংগুয়ার হাওরে পৌছালে টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনির মিয়া ও সাধারণ সম্পাদক আহম্মদ কবির স্বাগত জানান।

বিভাগীয় কমিশনার টাংগুয়ার হাওরের প্রকৃতির সৌন্দর্য পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিউল আলম, জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, তাহিরপুর থানা ইন-চার্জ নন্দন ক্রান্তি ধর, টাংগুয়ার হাওরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্র প্রমুখ।

পিবিএ/জেএইচআর/এমএসএম

আরও পড়ুন...