টাইগারদের স্কোয়াডে পরিবর্তন আসছে

পিবিএ ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে যাত্রাটা ভালোই হয়েছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের কাছে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই করেছে। তবে ইংল্যান্ডের কাছে হেরেছে বড় ব্যবধানে। তাই পারফরমেন্সে এক ধরনের ক্রমাবনতি দেখা যাচ্ছে। এ অবস্থায় আগামী ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার আগে স্কোয়াডে পরিবর্তন নিয়ে জল্পনা-কল্পনা চলছে। স্কোয়াডে যে পরিবর্তন আসছে সে বিষয়টি এবার নিশ্চিত করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি বলেন, স্কোয়াডে পরিবর্তন একটা আসছে।

তিনি বলেন, ব্যাটিংয়ে একটা পরিবর্তন আসবে। বোলিংয়েও পরিবর্তন আসতে পারে। তবে কার পরিবর্তে কে আসবে সে বিষয়ে মাঠ ও অন্যান্য বিষয় দেখে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ইংলান্ড বিশ্বকাপে প্রথম চার ম্যাচের একটিতে জয় ও দুটিতে হেরেছে মাশরাফি বাহিনী। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাই চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে।

পিবিএ/এমএসএম

 

আরও পড়ুন...