টাইগাররা এখনও নিজেদের সেরাটা খেলতে পারেনি: ডোমিঙ্গো

পিবিএ,ঢাকা: টাইগাররা এখনও নিজেদের সেরাটা খেলতে পারেনি বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘অবশ্যই আমাদের আরও ভালো খেলতে হবে, সামর্থ্যের সেরাটা খেলতে হবে। আমরা ৬০-৭০ ভাগ খেললেই জিতে যাব এমনটা ভাবার কারণ নেই। তবে আফগানিস্তানকে যদি ৬০-৭০ ভাগের মধ্যে আটকে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে উন্নতি করেছে টি-টোয়েন্টি আর টেস্টে সেভাবে উন্নয় করতে পারেনি।

এ ব্যাপারে কোচ বলেন, ‘অবশ্যই এ টুর্নামেন্টে ধীরে ধীরে পারফরম্যান্সের গ্রাফটা ওপরের দিকে উঠেছে। তবে আমাদের এখনও ভালো খেলার জায়গা রয়েছে। আমার মনে হয় না এখনও সেরাটা খেলতে পেরেছি। নিজেদের সর্বোচ্চ বিন্দুতে যাওয়াটাই মূল লক্ষ্য।’

কোচ আরও বলেন, ‘প্রায়ই দেখা যাচ্ছে পাওয়ার প্লের ৬ ওভারে আমরা একাধিক উইকেট হারিয়ে ফেলছি। এরপর ১০ ওভারের মধ্যে আরও পিছিয়ে পড়ি। তাই আমাদের এ জিনিসটা নিয়ে কাজ করতে হবে। প্রথম ১০ ওভারের মধ্যে যত সম্ভব কম উইকেট হারিয়ে, পরে রান বাড়ানোর দিকে নজর দিতে হবে।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...