টাকা না পেয়ে রোগীর স্বজনদের পেটালো আনসার সদস্যরা

রাজধানীর শেরে বাংলা নগর থানার শিশু হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে আনসার সদস্যদের টাকা দাবির প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার শিশুর খালা শিমা আক্তার বলেন, আমার বোনের এক মাস বয়সী ছেলেকে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে সকাল ৬টার দিকে শিশু হাসপাতালে নিয়ে আসি। অনেক বড় লাইন ধরে চিকিৎসা নিতে হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানালো আমার বোনের ছেলের নিউমোনিয়া হয়েছে। কিন্তু হাসপাতালে বেড না থাকায় অন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে বের হওয়ার পথে একজন আনসার সদস্য আমার বোনের স্বামী আরিফের কাছে এক হাজার টাকা দাবি করে। তখন সে প্রতিবাদ করে বলে, ‘যে এক মাস বয়সী বাচ্চাকে নিয়ে আসলাম ভালোভাবে চিকিৎসা না দিয়ে উল্টো সিন্ডিকেট করছেন।’ এই কথা বলায় আনসার সদস্যরা তাকে মারধর করে। এমন কি কোল থেকে বাচ্চাকে ফেলে দেয়। এই সময়ে তাদের সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে। পরে থানায় গিয়ে জানালে পুলিশ আসে। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা পাওয়ায় ৩ জন আনসার সদস্যকে থানায় আনা হয়েছে।

এ দিকে রোগীর স্বজনদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদ আলী।

তিনি বলেন, রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোগীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন আনসার সদস্যদের আটক করা হয়েছে। বিস্তারিত এখনো জানি না। আমি জেনে জানাবো।

আরও পড়ুন...