টাকিলা পান করে প্রমাণ করলেন অন্তঃস্বত্তা নন প্রিয়াঙ্কা!

priyanka

পিবিএ ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নাকি মা হতে চলেছেন? বিয়ের আগে ও পরে বলিউড এমনকি হলিউডেরও কেউ কেউ নাকি বলেছিলেন প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা। তাই এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত! বিগ ফ্যাট ওয়েডিংয়ের পর প্রথমবার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে তিনি মুখোমুখি হয়েছিলেন মার্কিন সমাজকর্মী ও উপস্থাপিকা এলেন ডিজেনারেসের।

এলেন তাকে প্রশ্ন করেছিলেন, নিকের সঙ্গে বিয়ের সিদ্ধান্তের পিছনে পরস্পরের প্রতি ভাল লাগা ছাড়াও কি অন্য কিছু রয়েছে? প্রিয়াঙ্কা কি মা হতে চলেছেন? প্রিয়ঙ্কা বলেন, তিনি অসম্ভব ভালবাসেন শিশুদের। তা থেকেই এমনটা হয়ত মনে হয়েছিল। কারণ তার প্রিয় বন্ধু মেগান মর্কেলের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। প্রিয়াঙ্কা এটাও বলেন, সেই সময় তিনি বলেছিলেন, ‘আমার সব বন্ধুরাই মা হতে চলেছেন, আমারও বেশ ইচ্ছা করে, আমিও মা হই। সেই কথারই ভুল অর্থ বের করা হয়েছে।’

এলেন জিজ্ঞাসা করেন, প্রিয়ঙ্কার মা কেন বিয়ের দিন একটু মনমরা ছিলেন? তখন প্রিয়াঙ্কা বলেন, ‘মাত্র ২০০ জন অতিথি ছিলেন আমার বিয়েতে। ভারতীয় বিয়েতে সাধারণত হাজার জন আমন্ত্রিত থাকেই। মা অনেক বন্ধুকে আমন্ত্রন করতে পারিনি। এজন্য মরমরা ছিলাম সেদিন।’

এরপর এলেন বলেন, প্রিয়াঙ্কা মা হতে চলেছেন, এ খবরটা তা হলে একেবারেই সত্যি নয়? এলেনের কথায় প্রিয়ঙ্কা বলেন, তিনি এবার টেলিভিশনের সামনেই প্রমাণ করে দেবেন যে তিনি অন্তঃসত্ত্বা নন। এরকম একটা সুখবর থাকলে তিনি কখনওই তা গোপন করতেন না। এলেনের অনুরোধে তার সামনে এরপর এই কাজটিই করলেন প্রিয়াঙ্কা।

এলেনের সামনে থেকে টাকিলা (অ্যালকোহলজাতীয় পানীয়) পান করে প্রিয়াঙ্কা বললেন, ‘অন্তঃসত্ত্বা হলে আমি কখনও অ্যালকোহল ছুঁয়েও দেখতাম না। এবার বিশ্বাস হল তো?’

পিবিএ/জিজি

আরও পড়ুন...