টাঙ্গাইলে ইয়াবাসহ দুই আসামী গ্রেফতার

পিবিএ, টাঙ্গাইল: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়া উত্তর পাড়া গ্রামস্থ জনৈক বাদল মিয়া, পিতাঃ মৃত-আঃ রহমান এর অটো রিক্সা গ্যারেজের সামনে টাঙ্গাইল হতে বাসাইল গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১।

মোঃ রাজন মিয়া (২৭), পিতাঃ মোঃ মোতালেব মিয়া, ২। মোঃ রুবেল মিয়া (৩২), পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন, উভয় সাং- করোটিয়া (পূর্ব পাড়া), থানাঃ টাঙ্গাইল সদর, জেলাঃ টাঙ্গাইলদ্বয়কে ১০৫ পিস ইয়াবা, ০৩টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড, ০১টি পালসার মটরসাইকেল এবং নগদ- ১০০ টাকা সহ গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় মটর সাইকেল যোগে বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। ধৃত আসামীদ্বয় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মটর সাইকেল যোগে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...