পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে থানায় নেয়া হয়। মধুপুর থানার ওসি তারিক কামাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন মধুপুর পৌরসভার মাস্টারবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে জামাল, সালাম ও সাইফুল।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার (মাস্টারবাড়ি) একতলা একটি বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই এলাকার ভ্যান রিকশা ব্যবসায়ী আব্দুল গনি মিয়া, তার স্ত্রী তাজিরন বেগম ওরফে বুচি, ছেলে তাইজুল ও মেয়ে সাদিয়া।
ওসি তারিক কামাল জানান, কিছুদিন আগে গনি মিয়া এখানে একতলা একটি বাড়ি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন চারদিন ধরে তাদের কােনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। বাহির থেকে তাদের বাসার গেট তালাবদ্ধ ছিল। সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে।
সিআইডির ক্রাইমসিন ময়মনসিংহের ওসি ইউসুফ আলী বলেন, তিনজনের হাত পা বাঁধা ছিল ও অপরজনের মরদেহ বাঁধা ছিল না। মরদেহ দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
দুইজনকে দাঁড়ালো অস্ত্র ও বাকি দুইজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
পিবিএ/মনির হোসেন/এসডি