পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে গণপিটুনীতে অজ্ঞাত এক গরু চোর নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ
ঘটনা ঘটে। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, ভোর তিনটার দিকে গরু চোরের দল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়। গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাক চিৎকার দেয়।
এ সময় গ্রামবাসী এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া দেয়। পরে এক গরু চোরকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়া খেয়ে চোরের অপর সদস্যরা দৌড়ে পালিয়েযায়। নিহত গরু চোরের পরিচয় জানা যায়নি। পুলিশ সকালে নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পিবিএ/এমআর/আরআই