টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ শিক্ষার্থী নিহত

প্রতীকি ছবি

পিবিএ,টাঙ্গাইল: পহেলা বৈশাখে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছে দুই শিক্ষার্থী।

রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের আদাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (১৭) এবং দুলাল মিয়ার ছেলে সেলিম (১৮)। সাত্তার একাদশ শ্রেণির ছাত্র এবং সেলিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, দুই তরুণ পহেলা বৈশাখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পথে আদাবাড়ি এলাকায় স্থানীয় স্বর্ণা ইটভাটার নম্বরবিহীন একটি ট্রাকের চাপায় তারা ঘটনাস্থলে মারা যান।

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...