টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি অট্রোরিকশা হাতিয়া রেলক্রসিং পার হচ্ছিল।
এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি অট্রোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে অট্রোর চালক ও যাত্রী মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

 

পিবিএ/এমআর/জেডআই

আরও পড়ুন...