
পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শামীম মিয়া (৩২) নামের এক অটোরিকশা চালিত সিএনজি চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে সদর উপজেলার কুমুল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম সদর উপজেলার ঢেইলী করটিয়া এলাকার আমির হোসেনের ছেলে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল খান পিবিএ’কে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। ওই সিএনজিতে চালক একাই ছিলেন বলেও তিনি জানান।
পিবিএ/এমআর/হক