পিবিএ, টাঙ্গাইল : গৌরবময় পথ চলার ২৮ বছর টাঙ্গাইলে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকটে ডাফর আহমেদ, টাঙ্গাইল দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক একরামুল হক খান তুহিন, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ভোরের ডাক পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মাছুদ রানা।
অনুষ্ঠানে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিয়িার সংবাদকর্মী, রাজনৈতিক, সামাজিক সংগঠন, খেলোয়ার, আইনজীবী, চিকিৎসক, সাহিত্যিক, প্রকাশনা সংস্থাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
পিবিএ/এমআর