টাঙ্গাইলে ছাত্রলীগকে ওসি কর্তৃক পিটানোর অভিযোগ

পিবিএ,ডেস্ক: টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা সড়ক অবরোধ করে । খবর পেয়ে বাসাইল থানার ওসি’ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। এ সময় বাঁশে দিয়ে পিটুনি দিয়েছেন বলে অভিযোগ করেছেন পদবঞ্চিতরা।

বুধবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে পদবঞ্চিতরা।

স্থানীয়রা জানান, কামরান খান বিপুলকে আহবায়ক ও রুবেল তালুকদারসহ ৬ জনকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট বাসাইল উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। আজ সকালে জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল এবং রাশেদুল হাসান জনি স্বাক্ষরিত আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে পদপ্রাপ্তরা সকালে আনন্দ মিছিল বের করে। অপরদিকে এই কমিটির প্রতিবাদে ছাত্রলীগের পদবঞ্চিতরা বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় বাসাইল থানার ওসি বাঁশ দিয়ে পিটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মোরাদ হোসেন জানান, ‘বিবাহিত ও অছাত্রদের নিয়ে এই কমিটি অনুমোদন করা হয়েছে। আমরা এই কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে বাসাইল থানার ওসি বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন বলেন, ‘পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা বাসাইল বাসষ্ট্যান্ডে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলো। এসময় পুলিশ তাদের অভ্যন্তরীণ আলোচনার জন্য পরামর্শ দিলে তারা এতে কর্ণপাত না করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পিবিএ/ইএইচকে।

আরও পড়ুন...