টাঙ্গাইলে বস্তাবন্ধি অজ্ঞাত লাশ উদ্ধার

পিবিএ, ঢাকা: টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত নামা এক ব্যাক্তির (৫০) লাশ পাওয়াগেছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে গোড়াই-সখিপুর সড়কের পেকুয়া নামকস্থান থেকে লাশ টি উদ্ধার করেছে পুলিশ। খালি গায়ে লুঙ্গী পড়া বস্তাবন্দি অবস্থায় নিহত ব্যাক্তির মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের ধারনা, খুনিরা নিহত ব্যাক্তিকে অন্যত্র খুন করার পর মরদেহ বস্তাবন্ধি করে যানবাহনে এনে সড়কের পাশে ফেলে গেছে ।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। নিহত ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
পিবিএ/ইএইচকে

আরো পড়ুন:

আরও পড়ুন...