পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পৌরসভার মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। ২-৩ দিন আগে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খুন হওয়া চারজনের মধ্যে নাম গনি মিয়া (৪৫) , স্ত্রী তাজিরন বেগম (৩৮), ছেলে তাজেল (১৫) ও মেয়ে সাদিয়া (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধুপুরের পৌর এলাকার মাষ্টার পাড়ায় বসবাস করতো এই পরিবার। গেলো ২-৩ দিন ধরে তাদের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলনা। বাইরের গেট তালাবদ্ধ ছিলো। দুর্গন্ধ আসছিলো। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গেট ভেঙে ভিতরে প্রবেশ করে চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। চারজনের মধ্যে তিনজনের লাশ খাটের ওপর ও একজনের লাশ মেঝেতে পড়েছিলো।
তবে কি কারনে হত্যাকান্ড তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি তারিক কামাল। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পিবিএ/মনির হোসেন/এসডি