পিবিএ টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপি’র নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক নেয়াজ আলী, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সভা পরিচালনা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি, শহর বিএনপি, ছাত্রদল,যুবদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিবিএ/এমআর/জেডআই