টাঙ্গাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার মোটর সাইকেল শোভাযাত্রা

ভাইস চেয়ারম্যান
ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার মোটর সাইকেল শোভাযাত্রা

পিবিএ,টাঙ্গাইল: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর থেকে ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার মোটর সাইকেল শোভাযাত্রা করেছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে ৪’শতাধিক মোটর সাইকেল বের হয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, টাঙ্গাইল কমার্স কলেজের পরিচালক তোফায়েল আহম্মেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা টাঙ্গাইল রোড এর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি টুটুল আহম্মেদ, যুবলীগ নেতা মিল্টনসহ শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্র লীগ, তাতী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পিবিএ/টিএ/জেডআই

আরও পড়ুন...

preload imagepreload image