টাঙ্গাইলে ভুয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলে ভুয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১২। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালপুরের বড়কুমুল্লি এলাকার মোঃ শাহজাহান আলীর ছেলে মোঃ সাফিন মিয়া (১৮) ও মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ সজিব মিয়া (১৮)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর একটি আভিযানিক দল পৌরসভার ছয়আনী পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুকুরের দক্ষিণপাশে মীর রেজিয়া বেগমের দুইতলা বিল্ডিং (থানা স্টোর) এর দ্বিতীয় তলায় বামপাশে কক্ষ থেকে ভুয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, ফেইসবুক মেসেঞ্জার এর কথোপকথোন এর ২৬টি স্ক্রীন শর্ট জব্দ করা হয়।

অপারেশন কমান্ডার মেজর মোঃ হাসান আরাফাত এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, অভিযানের সময় উপস্থিত সাধারণ মানুষের সামনেই গ্রেফতারকৃতরা মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য এবং বিকাশের মাধ্যমে প্রতারনামুলক ভাবে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃতরা ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপে ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ছদ্ম নাম আবির খান দিয়ে বিভিন্ন পেইজ খুলে মোঃ ছাব্বির আহমেদ সুমন, উজ্জল বিশ্বাস, জুয়েল ও ইয়াছিনদেরকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দেওয়ার জন্য কথোপকথোন করে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের অপারেশন কমান্ডার জানান।

পিবিএ/টিএ/এমএসএম

আরও পড়ুন...