টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য গ্রেফতার

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকরী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বুধবার রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মির্জা সোহান (২২) বাসাইল উপজেলার ময়ইতা গ্রামের মির্জা সেলিমের ছেলে। তার বর্তমান বাড়ি টাঙ্গাইল শহরের সাবালিয়া।
র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি আরো জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের সাবালিয়া একটি তিনতলা রুমের ভিতরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মির্জা সোহান জিজ্ঞাসাবাদে জানায় সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য। এ সময় তার কাছ থেকে ১টি Huawei mobile, model no Atu-L42, IMEI NO-867273030715762, 867273030715770, ২টি সিম কার্ড এবং Facbook messenger এর কথোপকথোন ও ভূয়া প্রশ্নপত্রের ৩৫টি স্ক্রীন শর্ট উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় তার ব্যবহৃত মোবাইল ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ছদ্ম নাম দিয়ে পেইজ খুলে। পরে ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে তার ফেইসবুক মেসেঞ্জার বেশ কয়েক জন ফ্রন্ডকে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দিবে মর্মে কথোপকথোন করে ।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...