টাঙ্গাইলে শতবর্ষী অন্ধ নারীকে ধর্ষণ; আটক ১

 

পিবিএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শতবর্ষী এক অন্ধ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল মিয়া (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।

গত মঙ্গলবার উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের একটি গ্রামে ঘটনাটি ঘটে। পরে বুধবার ওই নারীর ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়েরের পর রাতেই সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাবার নাম তোতা খা।

জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ ওই নারী অন্ধ। তিনি ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না।

পুলিশ জানিয়েছেন ওই নারী তাকে বলেছেন, ‘আমারে ছাইড়া দাও। আমি আল্লাহর নামে রোজা রেখেছি। ওয় ছাড়ে নাই।’

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনার পর তিনি মৃতপ্রায়। তিনি মুমূর্ষ অবস্থায় আছেন। অনেক কষ্ট করে তিনি কথা বলেছেন। সম্মানের ভয়ে তাকে হাসপাতালেও নেয়নি পরিবার।

মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, ঘটনার পর তার ছেলে মামলা দায়ের করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীর বক্তব্য শোনে। পর রাতেই সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে ওই নারীর বয়স ১৩০ উল্লেখ করা হয়েছে।

 

পিবিএ/এমআর /হক

আরও পড়ুন...