টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১০

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের বাস-ট্রাক সংর্ঘষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলাঙ্গায় দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রনব কুমার সরকার বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তালুকদার পরিবহনের একটি বাস এলেঙ্গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক মহিলা যাত্রী নিহত হয় এবং ১০ জন আহত হয়।

পরে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...