পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে সহিদুল ইসলাম (২০) নামের এক যুবক। শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে রোববার তাকে পরিবারের লোকজন চিকিৎসা করাতে টাঙ্গাইলে নিয়ে গিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ফনীর প্রভাবে বৃষ্টিপাতের সময় উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামের সহিদুল প্রতিবেশি ওই শিশুটিকে হয়ত খাওয়ার লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়। ওখানে নিয়ে সে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। লুকিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী। ধর্ষক সহিদুল ইসলাম জনৈক শাহজাহান আলী ওরফে ইয়াজউদ্দিন দর্জির ছেলে। বখাটে সহিদুল কোন কাজ কর্ম করে না বলে জানা গেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি জেনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
পিবিএ /টিএ/হক