টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তনের দাবি

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তন করে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল -ময়মনসিংহ মহাসড়কের বাগুটিয়া বাসস্ট্যান্ডে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করেন।

এ সময় কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মনির হোসেন,শিকদার মাসুদ,রাকিব, শান্ত সরদার, মিসবাউল হক, সাদ আহম্মেদ শাওন, উম্মে রুমিনা, সাইদুর রহমান, আশরাফুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, পূর্বে কলেজটির নাম “বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ” থাকলেও বর্তমানে এর নাম “টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ” করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, কলেজের নাম “বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ” করা হোক।

একইসঙ্গে, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থীকে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় শিফটে স্থানান্তর করার পরিকল্পনার বিরোধিতা করেই শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছে।

আরও পড়ুন...