পিবিএ,ঢাকা: টানা দুই প্রীতি ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচে চার গোলের পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দুই গোলের ব্যবধানে ভুটানকে হারান জামাল ভূঁইয়ারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। নিজেদের রক্ষণ আগলে প্রতিপক্ষ শিবিরে বারবার আক্রমণের পর ২২তম মিনিটে প্রথম গোলের দেখায় পায় লাল-সবুজের দল। সতীর্থের বাড়ানো বল হেডে জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন ইয়াসিন খান।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কয়েক মিনিটের ব্যবধানে বেশ কয়েকবার ভুটান শিবিরে আক্রমণ আনে স্বাগতিকরা। কিন্তু ভুটানের রক্ষণভাগের বাধা এড়িয়ে যেতে পারলেও গোলরক্ষকের বাধা এড়াতে পারেন বাংলাদেশ। বারবারই বাংলাদেশের লক্ষভেদের মুখে বাধা হয়ে দাঁড়িয়েছেন অতিথি গোলরক্ষক। আরো গোটা চারেক গোলের হাত থেকে সফরকারীদের রক্ষা করলেন তিনি।
তবে ইয়াসিনের হাত ধরেই দ্বিতীয়ার্ধে আবারো গোল পেয়ে যায় বাংলাদেশ। অবশ্য এই গোলটিতে বেশ অবদান ছিল ইব্রাহিমের। ডান দিক থেকে ইব্রাহিমের দারুণ ক্রসে হালকা মাথা ছুঁইয়ে ঠিকানায় পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন ইয়াসিন। শেষের দিকে কয়েকবার আক্রমণে আর কোনো গোল না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এরআগে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গত রোববার একই ভেন্যুতে ম্যাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন নাবিব নেওয়াজ জীবন। ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পান ঢাকা আবাহনীর এই ফুটবলার। ৭৪ মিনিটে ডি-বক্সের জটলা থেকে দারুণ প্লেসিং শটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন বিপলু আহমেদ। আর ৮০ মিনিটে চতুর্থ গোল করেন রবিউল হাসান।
২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে এই মধ্যে জাতীয় দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রধান কোচ জেমি ডের অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে লাল-সবুজের দলের খেলোয়াড়রা।
আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাঁচ দিন পর অ্যাওয়ে ম্যাচে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল-মামুনুলরা।
এএফসি ও ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৪১ ও ১৮৭। অপরদিকে ভুটানের অবস্থান যথাক্রমে ৩৯ ও ১৮৫তম।
পিবিএ/ইকে